আজই রেজিষ্ট্রেশন করুন এবং আয় করুন এখন থেকেই

শনিবার, ২৩ মে, ২০১৫

মাত্র ত্রিশ সেকেন্ডে আইপি পরিবর্তন করা ,,,,

কোন মন্তব্য নেই

প্রথমে স্টার্ট মেনু থেকে রান এ যেয়ে সিএমডি লিখুন। এরপর এন্টার চাপুন । দেখুন কমান্ড মুড চলে আসছে।
1. Click on "Start" in the bottom left hand corner of screen.
2. Press on "Run".
3. Type in "command" and press “OK”.
4. Type "ipconfig /release” and hit "Enter".
5. Type "exit" and leave the prompt.
6. Notice that you already disconnected from network.
7. Type ''ipconfig/new'' and hit Enter.
8. Notice that you already reconnected to network.
and your IP address is changed, thats it..

আশা করি, আপনার IP পরিবর্তন হয়ে গেছে।
কিছু বুঝতে অসুবিধে হলে, ভিডিও টি দেখুন।
ভিডিও লিঙ্কঃ-  ভিডিও দেখতে এখানে ক্লিক করুন 

শুক্রবার, ১৫ মে, ২০১৫

হুমায়ূন সমগ্র; হুমায়ূন আহমেদ এর সকল বইয়ের ডাউনলোড লিঙ্কসমূহ

কোন মন্তব্য নেই








হুমায়ূন আহমেদ -- বিংশ শতাব্দীর বাঙ্গালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ জনপ্রিয় লেখক হিসেবে তাকে বিবেচনা করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান। ২০১১-এর সেপ্টেম্বর মাসে তাঁর দেহে আন্ত্রীয় ক্যান্সার ধরা পড়ে। তবে টিউমার বাইরে ছড়িয়ে না-পড়ায় সহজে তাঁর চিকিৎসা প্রাথমিকভাবে সম্ভব হলেও অল্প সময়ের মাঝেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জুলাই ১৯,২০১২ এই নন্দিত লেখক ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বুলভিল হাসপাতালে মৃত্যু বরণ করেন।


 হুমায়ুন আহমেদের বই সমুহ আজ আপনাদের একসাথে দিয়ে দিলাম। তাই আপনার পচন্দ অনুসারে ডাউনলোড করে নিতে পারেন।

হুমায়ুন আহমেদের সকল বই একসাথে ডাউনলোট করতে চাইলে এইখানে ক্লিক করুন সাইজ (১.৭ জিবি)

 অচিরেই হুমায়ুন আহমেদের মিসির আলী ও হিমু সংখ্যার লিঙ্ক দেয়া হবে। তাই আমাদের সাথেই থাকুন ,আর দয়া করে কমেন্টস করতে ভুল করবেননা। আমরা অনেক ঘাঁটাঘাঁটি করে আপনাদের জন্য হাজির করি । তাই আপনাদের একটি সুন্দর মন্তব্যই হবে আমাদের প্রেরনা ,আজ এই পর্যন্তই, ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ...।। 

কোন মন্তব্য নেই:





পরিচয় গোপন করে ঘুরে বেড়ান ইন্টারনেট Jumpto বাউজার দিয়ে

কোন মন্তব্য নেই



আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো এমন একটি ব্রাউজার এর সাথে যার নাম- Jumpto। এটি এমন একটি সিকিউরিটি সফটওয়্যার প্ল্যাটফর্ম যেখানে আপনি পরিপূর্ণ সিকিউরিটি ও প্রাইভেসির সাথে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।এটি এমন একটি ওয়েব ব্রাউজার জখানে আপনি সুরক্ষিত ভাবে পরিচয় গোপন রেখে ইন্টারনেট এ যে কোনও ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। যারা অনলাইন এ কাজ করেন তাদের বিভিন্ন ক্ষেত্রে প্রাইভেসির জন্য অনেক সময় আইপি অ্যাড্রেস লুকানোর প্রয়োজন হয়। এই ব্রাউজার টি আপনাকে U.S.A , UK এবং  Canada এর আইপি ইউস করার সুবিধা দেবে। এটি অন্যান্য আইপি হাইড সফটওয়্যার থেকে অনেক ভাল। এটি ভিপিএন এর চেয়ে দ্রুততর এবং প্রক্সির চেয়েও নিরাপদ। ফ্রী ইউযার হিসেবে আপনি প্রতিমাস এ ২৫০ মেগাবাইট ডাটা ব্রাউজ করার সুযোগ পাবেন। কাউকে যদি রেফার করেন তাহলে প্রতি রেফার এর জন্য ২৫০ মেগাবাইট করে ডাটা ইউসেজ পাবেন ব্রাউজ করার জন্য। এবার আসি আসল কাজ এ।
১. এই লিঙ্ক এ যান- www.jumpto.com   
২. Click on Join Jumpto & create an account.



৩. ইমেইল এ ভেরিফিকেশন লিঙ্ক এর মাধ্যমে একাউন্ট ভেরিফাই করুন।
৪. ওয়েবসাইট এ গিয়ে ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোড করে নিন।

৫. এবার ডাউনলোড করা ফাইল টি ইন্সটল করে নিন। আপনার পিসি তে Microsoft.NET Framework ইন্সটল করা না থাকলে এটি ইন্সটল এর সময় অটোমেটিক Microsoft.Net Framework ইন্সটল নিবে।

৬. লগিন করুন।


৭. আইপি অ্যাড্রেস এর জন্য কান্ট্রি সিলেক্ট করুন।

৮. এবার সিকিউর ব্রাউজিং করুন।

গুগলে খোঁজাখুঁজি না করে, নতুন নতুন HD মুভি গুলো সবার আগে ডাওনলোড করুন সহজেই তাও আবার ফ্রীতে।।

কোন মন্তব্য নেই


আমরা অনেক সময় HD মুভি ডাউনলোড করতে পারি না বা ভাল ওয়েবসাইট খুজে পাই না, আসলে মুভি ডাওনলোড করার ভাল কোন ওয়েবসাইট নাই। সুতরাং গুগলে মুভি খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে নতুন নতুন HD মুভি গুলো সবার আগে ডাউনলোড করে নিন সহজেই।

আমি আজকে দেখাব কিভাবে খুব সহজে Action,Adventure,comedy,Crime,Drama,Horror,Romantic ইত্যাদি মুভি ডাউনলোড করতে পারবেন এছাড়া T.V Shows and Adult ভিডিও ডাউনলোড করতে পারবেন।

আজ আমি একটি মুভি ডাউনলোড করার খুবই দরকারি একটা Software এর সাথে পরিচয় করে দিব, যে Software এর সাহায্যে সহজেই নতুন সব HD মুভি ফ্রীতে ডাউনলোড দিতে পারবেন।।

>>>তাহলে চলুন শুরু করা যাক…

Software এর নাম হচ্ছেGraboidVideo সাইজ মাত্র দেড় MB ।। Software টি ফ্রীতে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এই Software টি একদম ফ্রীতে ব্যবহার করা যায় এবং নতুন মুভিগু্লো ফ্রীতে ডাউনলোড করা যায়।

>>>প্রথমে Software টি ফ্রীতে ডাউনলোড করে নিন।


>>>ডাউনলোড হয়ে গেলে ইন্সটল দিন
***ইন্সটল দেয়ার সময় অবশ্যই নেট চালু রাখতে হবে
>>>তারপর ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন


>>> ইন্সটল হয়ে গেলে Launch Graboid এ ক্লিক করতে হবে
অথবা Desktop থেকে Graboid Video open করুন

তাহলে নিচের মত করে software টি open হবে
>>> তারপর Create New Account এ ক্লিক করতে হবে


তাহলে নিচের মত একটা পেজ open হবে।
>>> আপনার নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিন [ ইমেইলের জায়গায় আসল ইমেইল দিবেন কেননা ইমেইল ভেরিফাই করা লাগবে ]
তারপর Create Free Account এ ক্লিক করুন।।



>>>তারপর আপনার ইমেইলে প্রবেশ করুন এবং verify করেন


তারপর Start button এ ক্লিক করুন ব্যাস কাজ শেষ…

এখন আপনি যেকোনধরনের মুভি ফ্রীতে দেখতে ও ডাউনলোড দিতে পারবেন…
Action,Adventure,comedy,Crime,Drama,Horror,Romantic ইত্যাদি মুভি ডাউনলোড করতে পারবেন এছাড়া T.V Shows and Adult ভিডিও ডাউনলোড করতে পারবেন।
আর একটা মজার ব্যাপার হল এখানে প্রতিদিন মুভি আপডেট করা হয়।।

বিস্তারিত নিচের চিত্রে দেখুন…

অনেক কষ্ট করে চিত্রসহ পোষ্ট টি লিখলাম। আমি সব কিছু গুছিয়ে লেখার চেষ্টা করেছি তারপরেও যদি কোন কিছু ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন। আর কোন সমস্যা হলে মন্তব্য করবেন।


বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫

শুধু লিঙ্ক শেয়ার করে আয় করুন প্রতিদিন

কোন মন্তব্য নেই
আউটসোর্সিং এর শুরুর সময়টা বেশ কষ্টকর। যোগ্যতা থাকা সত্ত্বেও অনলাইনে কাজ না পাওয়ার হতাশাটা যে কি কষ্টের তা ভুক্তভোগীমাত্রই জানেন। বিড করতে করতে ক্লান্ত ও হতাশ হয়ে অনেককে হাল ছেড়ে দিতে দেখেছি। কেমন হত যদি আপনার আউটসোর্সিং ক্যারিয়ারের কোন বড় কাজের শুরুটা হয় খুব সহজ ও স্বল্পসময়ে উপার্জনের মাধ্যমে? ম্যানেজমেন্টের "Short Term Win" তত্ত্বটা কিন্তু প্রমাণিত সত্য -  ছোট ছোট জয়গুলোই বড় জয়ের অনুপ্রেরণা যোগায়। আমি অন্য পেশায় আছি, কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে আউটসোর্সিং এর বড় প্রযেক্ট নেয়া সম্ভব না আমার পক্ষে।  আমার শুরুটা তাই লিঙ্ক শেয়ারিং এর মত সহজ ও স্বল্প সময়ের কাজ দিয়ে। আয় খুব একটা খারাপ না। এইমাত্র তোলা আমার আয়ের স্ক্রিনশটঃ

লিঙ্ক শেয়ার করে ডলার উপার্জন - কিভাবে কি? : ব্যাপারটা শুনতে যতটা খটমটে ও কঠিন শোনায় আসলে মোটেই কঠিন নয়। আমরা নেট ব্যবহারকারীরা প্রায় প্রতিদিনই একে-অপরের সাথে বিভিন্ন ওয়েসাইট, ডাউলোড লিঙ্ক ইত্যাদি আদান-প্রদান করে থাকি। অনলাইনে বেশ কিছু সাইট আছে যারা আপনাকে এই শেয়ারিং এর জন্য ডলার দেবে। প্রশ্ন করেন কেন? আপনাকে পয়সা দিয়ে তাদের লাভটা কি- উত্তর হচ্ছে আপনার লিঙ্কটার সাথে তারা নিজেদের একটা বিজ্ঞাপণ যোগ করে দিবে। ফলে যখনই আপনি অন্যদের সাথে লিঙ্ক শেয়ার করবেন,  তারা ঐ বিজ্ঞাপণ দেখতে পাবেন। ফলস্বরূপ বিজ্ঞাপণ থেকে সেই ওয়েবসাইটের আয়ের একটা অংশ আপনি পাবেন।  আপনার ন্যায্য হিস্যা...প্রাপ্য!
লিঙ্ক শেয়ার করে ডলার উপার্জন - কিভাবে করতে হবে?
১। সাইট নির্বাচন ও রেজিস্ট্রেশনঃ প্রতি হাজার ভিজটরে ভালো ডলার রেট, চমৎকার স্ট্যাবল ইন্টারফেস ও সর্বোপরি পেমেন্টে বিশ্বস্তততার কারণে আমি এইখানে   কাজ করি। রেজিস্ট্রেশনের জন্য এই লিঙ্কে গিয়ে START EARNING লেখা সবুজ বাটনে ক্লিক করে আপনার ইমেইল, পছন্দমত ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে নীল JOIN বাটনে ক্লিক করতে হবে। হয়ে গেলেন রেজিস্টার্ড!

২। এবার সাইটের ডানপাশে উপরে Sign In বাটনে ক্লিক করে আপনার দেয়া ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে একাউন্টে ঢুকে পরুন। লিঙ্ক শেয়ারিং এর জন্য আপনি এখন তৈরী!

৩। উপরের New Paste বাটনে ক্লিক করে যে লিঙ্কটি শেয়ার করতে চান তা বক্সে লিঙ্কে SAVE বাটনে ক্লিক করুন।

৪। তৈরী হয়ে গেল আপনার কাংখিত লিঙ্কটি। কপি করে শেয়ার করতে থাকুন!

লিঙ্ক শেয়ারিং ৫ পয়েন্ট বাস্তবতাঃ
  • পয়েন্ট ১- কম্পিউটার চালানোর নূন্যতম দক্ষতা থাকলে, কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ না জেনেও এটা করতে পারবেন।
  • পয়েন্ট ২- আপনার হাতে নিয়মিত সময় কম থাকলে এটা আপনার জন্য উপযোগী। এমনকি সপ্তাহে যদি দুইদিন-ও সময় দিতে পারেন!
  • পয়েন্ট ৩- শুরুতে ধৈর্য ধরতে হবে। চারমাস আগে আমার মাসে ৩০ ডলারও আসতো না, এখন ১০০ ডলার বা তার বেশিও চলে আসে।
  • পয়েন্ট ৪- যে লিঙ্ক শেয়ার করছেন তার চাহিদা থাকতে হবে। যত বেশি চাহিদাসম্পন্ন লিঙ্ক শেয়ার করতে পারবেন, তত বেশি আয়।
  • পয়েন্ট ৫-  আপনার টার্গেট কাস্টোমার হবে USA, UK'র ইন্টারনেট ব্যবহারকারীরা। বাংলাদেশী ভাইবোনদের অযথা পেইন দিয়েন না, লাভ নাই।
লিঙ্ক শেয়ার করে ডলার উপার্জন - প্রচলিত ভুলগুলো :
  • লিঙ্ক নির্বাচনে ভুল কথা। উদাহরণসরূপ গ্যালাক্সি এস সিক্স নিয়ে যখন মাতামাতি তখন আপনি যদি অ্যান্টিক গ্যালাক্সি টু নিয়ে জিনিষের লিঙ্ক দেন!
  • বিদেশী ফোরামের পরিবর্তে বাংলাদেশী ওয়েবসাইটগুলোতে লিঙ্ক শেয়ার করা। বিজ্ঞাপণের আয় ১০০ ভাগের ১ ভাগ! আফসোস
  • বেশী ডলারের লোভে পুরাতন, পরীক্ষিত সাইট বাদ দিয়ে ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে ওঠা স্ক্যাম সাইটে কাজ করা। পরে পেমেন্ট না পেয়ে মাথার চুল ছেড়া।
আশা করছি এই ভুলগুলো যদি না করে তাহলে অচিরেই আমার আয়কেও ছাড়িয়ে যেতে পারবেন। আমি যে সাইটটা দিয়েছি সেখানে  নূন্যতম ৫ ডলার হলেই পেমেন্ট নেয়া যাবে।  কারও কোন প্রশ্ন থাকলে মন্তব্য বাক্সে রেখে যেতে পারেন। উত্তর দেয়ার সাধ্যমত চেষ্টা করব।  সবার জন্য শুভকামনা!