আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো এমন একটি ব্রাউজার এর সাথে যার নাম- Jumpto। এটি এমন একটি সিকিউরিটি সফটওয়্যার প্ল্যাটফর্ম যেখানে আপনি পরিপূর্ণ সিকিউরিটি ও প্রাইভেসির সাথে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।এটি এমন একটি ওয়েব ব্রাউজার জখানে আপনি সুরক্ষিত ভাবে পরিচয় গোপন রেখে ইন্টারনেট এ যে কোনও ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। যারা অনলাইন এ কাজ করেন তাদের বিভিন্ন ক্ষেত্রে প্রাইভেসির জন্য অনেক সময় আইপি অ্যাড্রেস লুকানোর প্রয়োজন হয়। এই ব্রাউজার টি আপনাকে U.S.A , UK এবং Canada এর আইপি ইউস করার সুবিধা দেবে। এটি অন্যান্য আইপি হাইড সফটওয়্যার থেকে অনেক ভাল। এটি ভিপিএন এর চেয়ে দ্রুততর এবং প্রক্সির চেয়েও নিরাপদ। ফ্রী ইউযার হিসেবে আপনি প্রতিমাস এ ২৫০ মেগাবাইট ডাটা ব্রাউজ করার সুযোগ পাবেন। কাউকে যদি রেফার করেন তাহলে প্রতি রেফার এর জন্য ২৫০ মেগাবাইট করে ডাটা ইউসেজ পাবেন ব্রাউজ করার জন্য। এবার আসি আসল কাজ এ।
১. এই লিঙ্ক এ যান- www.jumpto.com
২. Click on Join Jumpto & create an account.
৩. ইমেইল এ ভেরিফিকেশন লিঙ্ক এর মাধ্যমে একাউন্ট ভেরিফাই করুন।
৪. ওয়েবসাইট এ গিয়ে ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোড করে নিন।
৫. এবার ডাউনলোড করা ফাইল টি ইন্সটল করে নিন। আপনার পিসি তে Microsoft.NET Framework ইন্সটল করা না থাকলে এটি ইন্সটল এর সময় অটোমেটিক Microsoft.Net Framework ইন্সটল নিবে।
৬. লগিন করুন।
৭. আইপি অ্যাড্রেস এর জন্য কান্ট্রি সিলেক্ট করুন।
৮. এবার সিকিউর ব্রাউজিং করুন।
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন